Government Education System

কলেজে খালি থাকছে আসন, সংকটে সরকারি শিক্ষা, আহ্বান লড়াইয়ের

জেলা

কোচবিহার সত্যপ্রিয় ভবনে বক্তব্য রাখছেন অধ্যাপক দেবাশিস সরকার। ছবি -অমিত কুমার দেব।

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে তা মানুষ ভুলতে বসেছেন। অথচ এখনও পর্যন্ত  উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ক্লাস শুরু হয়নি। এর আগে দেখা গিয়েছে কলেজে গুলিতে আসন সংখ্যার ৪০ শতাংশ আবেদন জমা পড়ছে। বারবারই বড় অংশের আসন খালি থাকছে। অর্থাৎ সরকারি শিক্ষার যা ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনার অংশীদার হতে চাইছে না ভবিষ্যৎ প্রজন্ম। এভাবে চলতে থাকলে একের বেশি কলেজে পড়াতে হবে শিক্ষকদের। একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও। তাই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে গোটা শিক্ষকদের। শনিবার কোচবিহার সত্যপ্রিয় ভবনে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন অধ্যাপক দেবাশিস সরকার।

আগামী ৮ থেকে ১০আগস্ট পর্যন্ত কলকাতা মহাজাতি সদনে হতে চলেছে এসটিএফআই'র নবম ত্রিবার্ষিক সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখেই এদিন 'জাতীয় ও রাজ্য শিক্ষানীতির আলোকে সাধারণ শিক্ষা ব্যবস্থার সংকট' শীর্ষক সেমিনারের আয়োজন করে এবিটিএ এবং এবিপিটিএ। এদিন এই সেমিনারের মূল আলোচক ছিলেন অধ্যাপক দেবাশিস সরকার। সেমিনারে প্রারম্ভিক বক্তব্য পেশ করেন এবিটিএ কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস এবং এবিপিটিএ রাজ্য নেতা বিপ্লব ঝা।

এদিন দেবাশিস সরকার আরও বলেন, "উচ্চ মাধ্যমিক পাশ করার পর এরাজ্যে এক থেকে দেড় লক্ষ ছাত্রছাত্রী ইতিমধ্যেই বেসরকারি শিক্ষা ব্যবস্থায় ভর্তি হয়ে গেছে। যা অত্যন্ত উদ্বেগের। ২০১৪ সালের পর থেকে উল্লেখযোগ্য ভাবে কেন্দ্রীয় বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ উল্লেখযোগ্য ভাবে কমছে। কেন্দ্রের ক্ষমতাসীনরা যে বেসরকারি পুঁজির পক্ষে থাকবে বেসরকারি পুজির বিস্তারের পক্ষে থাকবে, এর মধ্যে কোন বিস্ময়ের জায়গা নেই। গোটা দেশ শহরে রাজ্যে পুঁজিপতিদের লাভজনক বিনিয়োগের জায়গায় এই শিক্ষা ক্ষেত্রে তাই প্রতিনিয়ত শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করছে কর্পোরেটরা। একেবারে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাড়ছে এই বিনিয়োগ। এর ফলে প্রতিনিয়ত প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে যুক্তদের। এই জটিল আবহের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা।"  তিনি বলেন, এই পরিস্থিতিতে তাই কঠিন সমীক্ষা, কঠিন আত্মসমালোচনার মধ্য দিয়ে কঠিন লড়াইয়ে নামতে হবে সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকে। 

Comments :0

Login to leave a comment