বুধবার কলকাতার ত্রিধারা সম্মিলনীর সামনে থেকে গ্রেপ্তার হওয়া ৯ জনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট।
বুধবার ধর্মতলায় অনশন মঞ্চ থেকে শুরু হয় অভয়া পরিক্রমা। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ তাতে পা মেলান। প্রথমে মিছিল আটকানো হয় ধর্মতলায়, তারপর পার্ক স্ট্রিট। 
পুলিশের বাধাকে উপেক্ষা করেই আন্দোলনকারিরা পৌঁছে যান দক্ষিণ কলকাতার পূজা মন্ডপ ম্যাডক্স স্কয়ারে। সেখানে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। তারপর ত্রিধারা সম্মিলনীর সামনে তারা প্রতিবাদ জানাতে গেলে তাদের সেখান থেকে গায়ের জোরে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের কয়েকজন ব্যক্তি। মহিলা প্রতিবাদীদের টেনে হিঁচড়ে প্রিজেন ম্যানে তুলতে দেখা যায় পুরুষ পুলিশদের। প্রথমে ধৃত ৯ জনকে লালবাজার সেন্ট্রাল লকআপ এ নিয়ে যাওয়া হয়। তারপর বৃহস্পতিবার দুপুরে তাদের পেশ করা হয় আলিপুর আদালতে। সেখানে তাদের সাত দিনের পুলিশ হেপাজত দেওয়া হয়।
গতকাল আলিপুর আদালতে যখন তাদের পেশ করা হয় তখন সেখানে বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আদালতের রায় সামনে আসার পর বহু মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে তারা বলেন, গোটা রাজ্যে স্বৈরতান্ত্রিক সরকার চলছে। এখানে গায়ের জোরে প্রতিবাদীদের দমাতে চাইছে সরকার।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0