এবার মৌন প্রতিবাদেও বাধা। হাতে পোস্টার নিয়ে বিচারের দাবি, তাতেও আপত্তি পুলিশের।
অভিযোগ, প্রতিবাদীদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একের পর এক প্ল্যাকার্ড।
ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি দিশারি ক্লাব সংলগ্ন দেশবন্ধু পাড়া এলাকায়।
অভিযুক্ত সেই পুলিশকর্মী বিনয় যাদব, যিনি হকারদের উপর বর্বরোচিত আক্রমণ করেছিলেন বলে জানা গেছে।
দিশারি ক্লাবের পূজো মন্ডপের কাছে তিলোত্তমার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে যায় ‘আওয়াজ’ নামে প্রতিবাদী সংগঠনের সদস্যরা। পুলিশ বাধা দেয়, ছিনিয়ে নেয় প্ল্যাকার্ড, সেখানে কোনো মহিলা পুলিশ ছিল না।
আওয়াজের সদস্যরা বলছেন তারা প্ল্যাকার্ড দেখানো পুলিশ ‘অসভ্যতার’ অভিযোগ তুলেছে। তারা বলছেন জয়নগর এবং আরজিকর সহ বহু জায়গায় নারী নির্যাতন হত্যার প্রতিবাদ আমরা নারীরা করেছি। এই প্রতিবাদকে অসভ্যতা বলা হচ্ছে কোন কারণে।
রাতে কোতোয়ালি থানার উপস্থিত হয় জলপাইগুড়ির বিভিন্ন প্রতিবাদী সংগঠনের কর্মীরা। সাথে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য ও অন্যান্য চিকিৎসকরাও।
কলকাতার ত্রিধারায় কেবল স্লোগান তোলার জন্য নয় প্রতিবাদীকে হেপাজতে নিয়েছিল পুলিশ। হাইকোর্ট যদিও তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। গোটা ঘটনায় ধিক্কারের পরও পুলিশ বা প্রশাসনের হুঁশ ফেরেনি দেখাচ্ছে জলপাইগুড়ি।
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0