প্রতি বছরের ন্যায় এই বছর নির্ভয়া ধর্ষণ হত্যাকাণ্ড ঘটনার আবহে, মানুষ যেখানে প্রতিবাদে সোচ্চার ও আনন্দের উৎসবকে প্রতিবাদের উৎসব হিসাবে গ্রহণ করেছেন - সেই সময় বৃহস্পতিবার বিকালে বারোয়ারি তলা সর্বজনীন মন্ডপ আঙ্গিনায় মার্কসীয় প্রগতিশীল পত্র পত্রিকা বুক স্টল উদ্বোধন করলেন গুসকরার প্রবীণ সিপিআই(এম) সদস্য রবীন্দ্রনাথ পাত্র।
উদ্বোধনকে কেন্দ্র করে বামপন্থী সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
সিপিআই(এম) গুসকরা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক রবিন টুডু বলেন, দেশের ও রাজ্যের বর্তমান কঠিন সময়ে আরজিকর কাণ্ডে সাধারণ নাগরিক সমাজ যেভাবে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি ও ভেঙে পড়ার বিরুদ্ধে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন তা গোটা পৃথিবীর মানুষকে প্রবল ভাবে নাড়া দিয়েছে।
সাধারণ শ্রমজীবী মানুষের চেতনা বৃদ্ধির লক্ষ্যে পত্র পত্রিকা পড়ার যেভাবে উপযোগিতা বৃদ্ধি পেয়েছে, সেই লক্ষ্যে আমাদের সকলকেইপ্রগতিশীল পত্রিকা পড়া ও অপরকে পড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0