বিচারের দাবিতে মিছিলে মহিলাদের ঢল। থাকল ছাত্রীরাও। শারদীয়া উৎসবে এই ছবি মুর্শিদাবাদের গ্রামে। 
শুক্রবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মুনিয়াডিহি গ্রামে এই মিছিল ছিল সবার জন্যই। তিলোওমার সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছে। এই মিছিলে গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের নারী পুরুষের অংশ গ্রহণ ছিলো নজরকাড়া। প্রায় এক থেকে দেড় হাজার পদযাত্রী অংশ নেন।  
নেতৃত্ব দেন সুমিত ব্যানার্জি,  তন্ময় মুখার্জি, দেবায়ন মুখার্জি, জয়ন্ত কর্মকার প্রমুখ।
MURSHIDABAD JUSTICE
‘চলো চলো গিরি প্রতিবাদে ঘিরি’, মিছিল মুর্শিদাবাদের গ্রামে
                                    বড়ঞা ব্লকের মুনিয়াডিহি গ্রামে মিছিল।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0