সাতসকালে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রামকৃষ্ণ মিশন পাড়া এলাকা থেকে কিশোরীর অর্ধনগ্ন পোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর আনুমানিক ১৭ বছর বয়সী যুবতীর বাড়ি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উত্তর কালিনগর এলাকায়। 
পুলিশের তরফে মৃতার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারের লোকজন কৃষ্ণনগর কোতোয়ালি থানা এসে উপস্থিত হয়। পরিবার সূত্রে খবর একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন ওই কিশোরী। গতকাল সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে সে বাড়ি থেকে বের হয় এবং এরপর আর বাড়ি ফেরেনি। তাদের অভিযোগ ধর্ষণ করে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারা হয়েছে মেয়েটিকে।
পরিবারের সদস্যদের দাবি ওই কিশোরী সাথে একজনে সম্পর্ক ছিল তার সাথে গতকাল যোগাযোগ করা হলে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে ওই যুবককে আটক করা হয়েছে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার তদন্ত চলছে।
Krishnanagar
কৃষ্ণনগরে কিশোরীর অর্ধনগ্ন পোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক ১
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0