ABTA

জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা শিবির এবিটিএ’র

জেলা

সহায়তা কেন্দ্রে ভিড় মাধ্যমিক পরীক্ষার্থীদের। ছবি: প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল

রাজ্যে চলতি বছরে প্রায় ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। জলপাইগুড়ি জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ হাজারের কাছাকাছি। করোনা পরবর্তী সময়ে স্কুলছুটের হার বৃদ্ধি এবং পড়াশোনায় ধারাবাহিকতা ভেঙে যাওয়ার ফলে গত কয়েক বছরে জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল ও প্রস্তুতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)।
প্রবল ঠান্ডা উপেক্ষা করে রবিবার এবিটিএ-র জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে পানবাড়ি ভবানী উচ্চ বিদ্যালয়ে এবং দক্ষিণ আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় নন্দনপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা শিবির অনুষ্ঠিত হয়। দুটি শিবিরেই শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষার প্রস্তুতি, উত্তর লেখার কৌশল ও সময় ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেন। অভিভাবকরাও এই উদ্যোগে অংশ নেন।
নন্দনপুরের শিবিরে উপস্থিত ছিলেন এবিটিএ-র প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব মৌসুমী বোস, দক্ষিণ আঞ্চলিক শাখার সম্পাদক ধ্রুবজ্যোতি রায় সরকার, শিক্ষক নেতা তপন সাহা ও আশিস সরকার সহ অন্যান্যরা। পানবাড়ির শিবিরে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতৃত্ব প্রদীপ চ্যাটার্জি, কানাই লাল গোপ, কেন্দ্রীয় পরিষদের সদস্য প্রদীপ্ত দাস, ময়নাগুড়ি আঞ্চলিক শাখার সম্পাদক তথা জেলা শাখার সহ-সভাপতি সৌমেন কাঠাম প্রমুখ।
দুটি শিবিরেই উপস্থিত ছিলেন সদর মহকুমা শাখার সম্পাদক দেবাশিস রায় ও জেলা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী। তিনি জানান, সাধারণের বিদ্যালয় রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে এবিটিএ প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় এমন শিবিরের আয়োজন করা হয়, যাতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা উপকৃত হয়।

Comments :0

Login to leave a comment