আগামী শুক্রবার ১৫আগস্ট গ্রুপ বিন্যাস অনুষ্ঠিত হবে এএফসি এসিএল ২ ( এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ ) -র । মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এএফসি ( এশিয়ান ফুটবল কনফেডারেশন ) -র হেডকোয়ার্টারে ভারতীয় সময় বিকেল ৫টায় শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। গত বুধবার প্রিমিলিনারি পর্যায়ের ম্যাচে ভারতের এফসি গোয়া হারিয়ে দিয়েছে ওমানের দল আল সিবকে। এছাড়াও অন্যান্য ম্যাচে তুর্কমেনিস্তানের দল আহাল এফকে হারিয়েছে তাজকিস্তানের দল রেগার কাডজিকে এবং ইন্দোনেশিয়ার পারসিব বানদুং হারিয়েছে ফিলিপিন্সের দল মানিলা দিগ্গারকে।বুধবারের পর এসিএল -র পট গুলিতে দলগুলি রয়েছে কিছুটা এইভাবে -\
পট ১ - সেফান এসসি ( ইরান ), রোনাল্ডোর দল আল নাসার ( সৌদি আরব ) , আল ওয়াসল ( সংযুক্ত আরব আমিরশাহী ) , আল আহলি ( কাতার )।
পট ২ - ইস্টেঘাল এফসি ( ইরান ) , পিএফসি এন্দিজন ( উজবেকিস্তান ) , আল জাওরা এসসি ( ইরাক ) , আল হুসেইন এফসি ( জর্ডান )।
পট ৩ - এই পটে ভারতের মোহনবাগান ছাড়াও রয়েছে আল মুহারক এসসি ( বাহরিন ) , এফসি ইস্টিকল ( তাজাকিস্তান ) , এফসি আর্কাদাগ ( তুর্কমেনিস্তান )।
পট ৪ - এই পটে ভারতের আরএক দল এফসি গোয়া ছাড়াও রয়েছে আল ওয়েহদাত ( জর্ডান ) , আল খালদিয়া এফসি ( বাহরিন ) এবং আহল এফকে ( তুর্কমেনিস্তান ) ।
মোহনবাগানের বিরুদ্ধে আল নাসারের খেলা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষত্রে বঞ্চিত হতে পারেন ভারতীয় তথা বাংলার ফুটবলপ্রেমীরা। মোহনবাগানের সঙ্গে যদি আল নাসারের খেলা পড়েও তবুও বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসবেননা যুবভারতীতে। কারণ আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর নতুন চুক্তিতে এইরকম শর্তের উল্ল্যেখ রয়েছে যে, এসিএল ২ -র জন্য কোনো আওয়ে ম্যাচেই খেলতে যাবেননা রোনাল্ডো। গত মরশুমে ইরানের যুদ্ধবিধ্স্ত পরিস্থিতিতে খেলতে যায়নি মোহনবাগান। তাই এইবছরে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরী তারা।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0