ASWIN ANNOUNCE HIS RETIREMENT FROM IPL

আইপিএল থেকে অবসরের ঘোষণা অশ্বিনের

খেলা

বুধবার হঠাৎই খবরটি জানান রবিচন্দ্র অশ্বিন। ভারতের অন্যতম সেরা স্পিনার এবং অলরাউন্ডার অশ্বিন অবসরের ঘোষণা করেন আইপিএল থেকে। এই বছর আইপিএলেও তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন আইপিএল । গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর তার সিদ্ধান্তে হতবাক ভারতীয় ক্রিকেটমহল। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন ' সকলে বলে কোনো কিছুর শেষ থেকে নতুন কিছুর সূচনা হয়। আজ থেকে আমার ক্যারিয়ারে আমি ইতি টানলাম। তবে অন্যান্য প্রতিযোগিতায় একজন অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রা শুরু হল আজ থেকে '। সেই সঙ্গে সঙ্গে তিনি সকল ফ্র্যাঞ্চাইজদেরও ধন্যবাদ জানিয়েছে তাকে বেশ কিছু সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য।

বিসিসিআই -র নিয়মানুযায়ী ভারতীয় ক্রিকেট থেকে এবং আইপিএল থেকে অবসর না নিয়ে কোনো ক্রিকেটারই বিদেশের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা। তাই হয়ত এই সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। ২০০৯ থেকে ২০২৫পর্যন্ত আইপিএলে মোট ২২১টি ম্যাচ খেলে তিনি ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতেও তার রানসংখ্যা যথেষ্টই ঈর্ষণীয়। ৯২টি ইনিংসে করেছেন মোট ৮৩৩রান । 

Comments :0

Login to leave a comment