BOOK TOPIC — SOURAV DUTTA | DRAMA BOOK — NATUNPATA | 29 MAY 2024

বইকথা — সৌরভ দত্ত | এসো নাটক করি , হাতে‌ থাক‌–‘ছোটদের‌ একগুচ্ছ‌ নাটক’ | নতুনপাতা — ২৯ মে ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  SOURAV DUTTA  DRAMA BOOK  NATUNPATA  29 MAY 2024

বইকথা

এসো নাটক করি , হাতে‌ থাক‌–‘ছোটদের‌ একগুচ্ছ‌ নাটক’

সৌরভ দত্ত

নতুনপাতা


ছোটদের নাটক মূলত শিক্ষামূলক হয়।একটা সময় ছিল যখন গ্রীষ্মের ছুটিতে বা পাড়ার‌ রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে মঞ্চস্থ হত ছোটদের নাটক।নাট্য উপকরণগুলোও ছিল বেশ অন্যরকম।একদম ঘরোয়া পরিবেশে শিশু-কিশোর উপযোগী নাটকের আসর জমত।কিন্তু সেসব এখন অতীত। হঠাৎ বই-পত্তর ঘাঁটতে ঘাঁটতে হাতে এল ছেলেবেলায় বইমেলা থেকে উপহার পাওয়া একটি নাটকের বই।আর এরকম বই হাতে থাকলে অনায়াসে একটি দুপুর কেটে যেতে পারে। বইটির নাম–‘ছোটদের একগুচ্ছ নাটক’।চোদ্দটি দেশের নাট্য সংকলন। এটি‌ প্যাসিফিক এশিয়ার চোদ্দটি দেশের নাটক‌ সংকলন গ্রন্থ।বইটির অনুবাদ করেছেন প্রভাত মুখোপাধ্যায়। প্রকাশক ন্যাশনাল বুক‌ ট্রাস্ট, ইণ্ডিয়া।এ‌ ধরণের‌ ছোট ছোট নাটক‌ বাংলায়‌ অনুদিত হওয়ার ফলে দেশ-বিদেশের নাট্য সাহিত্যের ধারাটি বোঝা যায়। সংকলনটিতে অনুবাদের চমৎকারিত্বে জাপানি,কর্মী ,ফিলিপাইন,কোরিয়ান সব ভাষাই একাকার হয়ে গেছে।মূলত এশিয়া সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধানে এবং এশিয়া ও‌ প্যাসিফিক অঞ্চলে ইউনেস্কোর সভ্য দেশগুলির‌‌ সহযোগিতায় এই‌‌ মূল্যবান নাট্য সংকলন প্রকাশিত হয়।বইটি পড়তে শুরু করলে প্রথমেই‌ চোখে পড়ে গ্রেগ ম্যাকাট রচিত অষ্ট্রেলিয়ার নাটক হাত বাড়ালেই বন্ধু।কাংগু‌ নামক এক স্ফূর্তিবাজ কাংগারু ,একদল লোভী ভেড়া জম্বুকদল, ভেড়ার দলের মিষ্টি মেয়ে জম্বী, হুতুম প্যাঁচা,পুসু বেড়াল,তিন হনুকুমীর ,খাওয়াব পাখী এই নাটকের চরিত্রলিপি। নাটকের প্রথম দৃশ্যে জম্বুকদল সমবেত কন্ঠে গেয়ে ওঠে–“সোনা, সোনা, সোনা…/আনবো নাকো বর্ষা বাদল করবো নাকো ভয়/সোনা, সোনা, সোনা…/স্থল বলে এগিয়ে গেলে হবেই‌ হবে জয়।”সোনা-মাণিকের রহস্য অনুসন্ধান নিয়ে রচিত হয়েছে এ নাটকটি। অষ্ট্রেলিয়ার ঝোপঝাড়, বনজঙ্গলের দৃশ্য ব্যবহৃত হয়েছে নাটকটিতে। রয়েছে হনু কুমারীদের গাছ থেকে ঝোলার দৃশ্য। বইয়ে‌‌ স্থান পেয়েছে পি.আউং.খিন্ রচিত ব্রহ্মদেশের নাটক‌–চালের পিঠে। যেখানে মূল চরিত্র আট বছর বয়সী‌ মোটাসোটা বর্মী‌ ছেলে কো কো।কো কো র মা-বাবা গেছে ধান রোপণ করতে।মিট সেফ খুলে সে আহ্লাদে বলে ওঠে:“আহা! চালের পিঠে! দারুণ পছন্দ! ফাস্ট ক্লাস!”বইয়ে রয়েছে বাও লি‌ রচিত একটি অসাধারণ চৈনিক নাটক –ছোট্ট ভাল্লুক আর তিন সঙ্গী। নাটকের মুখ্য চরিত্র–শিয়াল, বিল্লু(বিড়াল ছানা), জুড়ি(কুকুর ছানা),চিকু(মুর্গী ছানা)। শিয়াল বলে:“আরে বিল্লু যে! ভাল্লুক বাড়ী যাচ্ছ বুঝি? আমাকেও সঙ্গে নাও না ভাই।”নাটকের ক্ল্যাইম্যাক্সে শিয়ালকে লেজ গুটিয়ে পালাতে দেখা যায়। ভাল্লুক বলে‌ ওঠে:“আপদ‌ বিদেয় হয়েছে! এবার নিশ্চিন্ত মনে আনন্দ করা যাক!” বইয়ে‌‌ রয়েছে বিজয় টেন্ডুলকার রচিত ভারতীয় নাটক‌‌–ববি।ববি নামক ছেলেদের পোশাক পরিহিত মেয়েটি ছাড়াও রয়েছে–বীরবল,আকবর,শিবাজী প্রমুখ একাধিক ঐতিহাসিক‌ কিংবদন্তি‌  চরিত্র। নাটকের সূচনাংশে বাড়ি দের বাড়ির দৃশ্য উঠে এসেছে। যেখানে বসে সে তার আত্মপরিচয় প্রদান করে। ঘটনান্তরে‌‌ নাট্য‌‌ মধ্যে ঈশপের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। সংলাপে‌ ববি বলে: “না সম্রাট আকবর আজ ক্লাসে আসেনি।” ববি গান ধরেছ: “আবার যদি যাই/যেতেও পারি দূরে/পাগলা হাওয়ার পালকি চড়ে/মেঠো বাঁশির‌ সুর।” এছাড়াও নাট্য সংকলনটিতে স্থান পেয়েছে: ইন্দোনেশিয়া, ইরান,জাপান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড প্রভৃতি দেশের শিশু-কিশোর উপযোগী মন‌‌ ভালো বেশ কয়েকটি অত্যার্শ্চর্য নাটক। শিশুদের অন্যতম আকর্ষণীয় ক্ষেত্র হলো নাটকের মঞ।সে মঞ স্কুলেরই হোক কিংবা বাড়ির বারান্দায় কাপড় টাঙিয়ে পর্দার অন্তরাল–নাটক করতে‌‌ হাজির হতে চায় সবাই,সব বয়সের সব শিশুই। নাটকের কুশীলব সেজে অভিনয় করতে করতে দর্শকদের অনাবিল আনন্দদান করতে পারবে এই বিষয়গুলিকে মাথায় রেখেই বাছাই করা হয়েছে এই নাটকগুলি।

বইয়ের‌‌ নাম: ছোটদের একগুচ্ছ নাটক (চোদ্দটি দেশের নাটক-সংকলন)
প্রথম প্রকাশ: ১৯৮৭
প্রকাশক:এশিয়ান‌‌ কালচারাল সেন্টার ফর ইউনেস্কো
বাংলা‌ অনুবাদ:প্রভাত মুখোপাধ্যায় 
প্রকাশক: ন্যাশনাল বুক ট্রাস্ট ইণ্ডিয়া 
প্রকাশকাল:১৯৯৫

Comments :0

Login to leave a comment