ভয়াবহ হত্যাকাণ্ডের অপরাধীদের মুক্তি দিতে নেমেছে উত্তর প্রদেশ সরকার। দাদরিতে মহম্মদ আখলাক হত্যায় অভিযুক্তদের খুনের দায় থেকে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছে আদালতে। বিজেপি সরকারের ভূমিকায় তীব্র ধিক্কার জানালেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।
২০১৫ সালে গ্রেটার নয়ডার দাদরির বাসিন্দা মহম্মদ আখলাকের বাড়িতে গোমাংস রাখার অভিযোগ তুলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে সঙ্ঘ পরিবারের অনুগামীরা। হত্যা করা হয় মহম্মদ আখলাককে। তাঁকে বাঁচাতে গিয়ে তার ছেলেও আহত হন।
সঙ্ঘ পরিবারের এই হামলায় দেশজুড়ে তীব্র ধিক্কার ধ্বনিত হয়। সেই সঙ্গে আরএসএস-বিজেপি উত্তর প্রদেশে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে তীব্র করারও চেষ্টা চালায়।
জানা গিয়েছে দাদরিতে পিটিয়ে হত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের খুন এবং মারাত্মক অপরাধের অভিযোগ তুলে নেওয়ার জন্য নিম্ন আদালতে গিয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার
বেবি সরকারের এই তৎপরতাকে ‘খুনিদের ডবল ইঞ্জিন’ বলেছেন। উল্লেখ্য, কেন্দ্রে এবং রাজ্যে নিজেদের সরকারকে ‘ডবল ইঞ্জিন’ বলে প্রচার করে বিজেপি।
বেবি বলেন, ‘‘মহম্মদ আখলাকের মৃত্যুর এক দশক পার হয়ে গেছে। এখনও উত্তরপ্রদেশ সরকার অভিযুক্তদের উপর থেকে চার্জ তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের তালিকায় বিজেপি নেতা সঞ্জয় রানার ছেলের নাম রয়েছে।’’
সরকারের এই প্রচেষ্টার তীব্র নিন্দা করে বেবি বলেছেন, বিদ্বেষজনিত অপরাধ এবং হত্যাকে সরকারি অনুমোদন দেওয়া হচ্ছে। এইরকম ঘটনা চলতে থাকলে খুনিরা মনে করবে তাদের সাহায্যের জন্য রাজ্য তাদের পাশে আছে। উত্তর প্রদেশ সরকারের উচিত এইসব বিপজ্জনক অপরাধীদের আড়াল না করে তাদের শাস্তির ব্যবস্থা করা।
Dadri Killing
আখলাক হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দিতে সক্রিয় বিজেপি সরকার, ধিক্কার বেবির
×
Comments :0