বিশেষ প্রতিনিধি: ঢাকা
মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে দেশের অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতায় উদ্বেগ জানালো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দেশের সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।
বিবৃতিতে অভিযোগ, মার্কিন বাংলাদেশ যৌথ সামরিক মহড়া, বাণিজ্য চুক্তির নামে গোপন রাখা, বাংলাদেশে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপন, স্টার লিঙ্কের সঙ্গে চুক্তি, বন্দর লিজের চুক্তি, আরাকান মানবিক করিডোরের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগনকে অন্ধকারে রেখে। মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে। একচেটিয়া মার্কিন নীতি অনুসরণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। ওয়ার্কার্স পার্টির অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে কোন কিছুরই জবাবদিহি করছে না। রাষ্ট্রের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে যে ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন তা স্বৈরাচারী শাসন প্রক্রিয়ার অনুগত। জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে ২৫ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে একটি তারিখ জনগণের মধ্যে প্রচারিত করা হলেও নির্বাচনের সংগঠিত করার প্রশ্নে তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি দেশকে চূড়ান্ত নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে।
Comments :0