Calcutta University

শাসক দলের ছাত্র সংগঠনের সমাবেশের জন্য বদলাবে না পরীক্ষার দিন, জানিয়ে দিল কর্তৃপক্ষ

রাজ্য কলকাতা

স্নাতকোত্তর পরীক্ষার সূচি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাত তৃণমূল ছাত্র পরিষদের। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কর্মসূচি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মেয়ো রোডে তারা সমাবেশ করবে। বক্তা মমতা ব্যানার্জি। সেই দিন সূচি অনুযায়ী পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। টিএমসিপির দাবি পরীক্ষার পিছিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তাদের কথায় সেদিন সূচি অনুযায়ী পরীক্ষা হলে সমস্যায় পড়বেন পড়ুয়ারা। ইতিমধ্যে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে টিএমসিপি’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
তবে শাসক দলের ছাত্র সংগঠনের এই আবেদন যে মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কোন ভাবে তারা পরীক্ষার দিন বদল করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘পরীক্ষার সূচি ঠিক হয় নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখে। সরকারি ছুটি বাদ দিয়ে পরীক্ষার দিন ধার্য করা হয়। কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মসূচির জন্য কেন পরীক্ষা বাতিল করা হবে? এর পর তো সব ছাত্র সংগঠন দাবি জানাতে পারে যে তাদের কর্মসূচি আছে বলে পরীক্ষার দিন বদল করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধীকার আছে সেটাকে মান্যতা দেওয়া উচিত।’
এই বিষয় এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় শিক্ষার পরিবেশ শেষ করে দিয়েছে তৃণমূল। সব জায়গায় গায়ের জোড় চলে না সেটা ওদের বুঝতে হবে। টিএমসিপি নিজেদের ছাত্র সংগঠন বলে দাবি করে অথচ তারাই বলছে পরীক্ষার দিন বদল করতে। একটা পরীক্ষা একজন ছাত্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ তার মর্ম ওরা বোঝে না।’’
উল্লেখ্য টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে যেই সমাবেশ হয় সেই সমাবেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জোড় করে পড়ুয়াদের নিয়ে আসা হয় বলে একাধিক অভিযোগ সামনে এসেছে। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে সমাবেশে না গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের।

Comments :0

Login to leave a comment