ডার্বিতে ৩-২ গোলে জিতল লাল হলুদ। কল্যাণী স্টাডিয়ামে দুর্দান্ত ফুটবল খেলল দুই দলই। প্রথম গোলটি করেন ৯ মিনিটে জেসিন। ইস্টবেঙ্গল মাঝমাঠের দখল নিয়ে ব্যার্থ মোহনবাগান। ফলে প্রাধান্য নিয়েই খেলছে লাল হলুদ। ৩০ মিনিটের মাথায় কিয়ান নসিরির শট পোস্টে লেগে ফিরে আসে। উইং দিয়ে ইস্টবেঙ্গল আক্রমণ শানাচ্ছিলেন সায়ন ব্যানার্জিরা। প্রতি আক্রমণ থেকে দ্বিতীয় গোল করেন সায়ন ব্যানার্জি।
দ্বিতীয়ার্ধে পরিবর্তিত হয় ম্যাচের চিত্রনাট্য। ৫৪ মিনিটে গোল শোধ দেন মোহনবাগানের লেওয়ান। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচের সমতা ফেরান কিয়ান নাসিরি। ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন এডমান্ড। ৮২ মিনিটে এগিয়ে দেওয়ার সুযোগ হেলায় হারালেন ডেভিড। গোলের সামনে থেকে মিস করেন ডেভিড। সব মিলিয়ে মরশুমের প্রথম ডার্বিতে তুল্যমূল্য লড়াই হলেও শেষ হাসি হাসল ইস্টবেঙ্গল।
Comments :0