Rohingya UN

রোহিঙ্গা কত? বিজেপি নেতাদের প্রচারে প্রশ্ন তুলছে রাষ্ট্রসঙ্ঘের তথ্য

জাতীয়

বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু শিবির।

অর্থের অভাবে গুরুতর সঙ্কটে পড়তে পারে বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গা উদ্বাস্তুরা। আন্তর্জাতিক স্তরে রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। 
বার্মার রাখাইন প্রদেশে হিংসার জেরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে ঘরবাড়ি ছেড়ে, দেশ ছেড়ে পালাতে হয়েছে। বহু মানুষকে হত্যা করা হয়েছে। 
সম্প্রতি বার্মার উপকূলে পালাতে গিয়ে ৪০০ রোহিঙ্গাকে নিয়ে একটি নৌকা ডুবে যায় বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। গোটা পরিস্থিতিতে আরও প্রাণহানির আশঙ্কাও জানিয়েছে। 
তবে রাষ্ট্রসঙ্ঘের পরপর বিবৃতিতে স্পষ্ট ভারতে বিজেপি নেতারা যে সব সংখ্যাতত্ত্ব হাজির করছেন তার সত্যতা নেই। 
রাষ্ট্রসঙ্ঘের উদ্বাস্তু বিষয় হাই কমিশনারের দপ্তর বা ইউএনএইচসিআর জানাচ্ছে ৩০ এপ্রিল পর্যন্ত বার্মা থেকে পালাতে বাধ্য হওয়া রোহিঙ্গার নথিভুক্ত সংখ্যা ১২ লক্ষ ৭২ হাজার ৮১, প্রায় ১৩ লক্ষ। তার মধ্যে ৮৯ শতাংশই আশ্রয় নিয়েছে বাংলাদেশে। মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে ৮.৮ শতাংশ।
বিহারে নির্বাচন এ বছরই। সে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নেমেছে নির্বাচন কমিশন। বিহারে বিজেপি নেতারা ভোটার তালিকায় রোহিঙ্গাদের বিপুল উপস্থিতির অভিযোগ তুলে চলেছেন। 
এ রাজ্যে বিজেপি নেতৃত্বও ধারাবাহিক রোহিঙ্গা জনসংখ্যার বাড়বাড়ন্ত নিয়ে প্রচারে সুর চড়া করছে। 
রাষ্ট্রসঙ্ঘের উদ্বাস্তু বিষয়ক দপ্তর বলছে, আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি তহবিলে বরাদ্দ কমানোয় সঙ্কট বাড়ছে রোহিঙ্গাদের।

Comments :0

Login to leave a comment