মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৫ ও ২৮ মিনিটে গোল করেন সায়ন ব্যানার্জি। দ্বিতীয়ার্ধে ব্যাবধান বাড়ান নসিব। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ ' এ ' - র শীর্ষে চলে গেল লাল হলুদ। সুপার সিক্সে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আরো এগিয়ে গেল তারা। প্রত্যেকটি গ্রুপ থেকে মোট ৩টি করে দল যোগ্যতা অর্জন করবে সুপার সিক্সের পর্বে। প্রতিপক্ষ দল রেলওয়ের নবনিযুক্ত কোচ ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী মিডফিল্ড জেনারেল মেহেতাব হোসেন। কোচ হিসেবে প্রথম ম্যাচেই হারের মুখ দেখলেন তিনি।
Calcutta football League
কলকাতা লিগে জয় ইস্টবেঙ্গলের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0