Com Bishwanath Mondol

কমরেড বিশ্বনাথ মন্ডল প্রয়াত

জেলা

প্রবীণ পার্টিনেতা এবং প্রাক্তন বিধায়ক কমরেড বিশ্বনাথ মন্ডল প্রয়াত হয়েছেন।
সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির প্রাক্তন সদস্য এবং খড়গ্রাম জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক তিনি। টানা কুড়ি বছর (১৯৮৬-২০০৬) খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।
শনিবার রাতে   দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। 
যুব আন্দোলনের মধ্য দিয়ে তিনি গণ আন্দোলনে যুক্ত হন।  সারা ভারত কিষাণ সভার মুর্শিদাবাদ 
জেলা কমিটির সহ সভাপতি ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি নানান রোগে ভূগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২। 
তাঁর স্ত্রী ও কন্যা জামাতা রয়েছেন।  
মুর্শিদাবাদ জেলা কৃষক সভা কমরেড বিশ্বনাথ মুন্ডলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন