Community Shield

ইতিহাস রচনা ক্রিস্টিয়াল প্যালেসের

খেলা

এই বছর গত মরশুমেই ম্যান সিটিকে হারিয়ে এফ এ কাপ জিতেছিল ক্রিস্টিয়াল প্যালেস। রবিবার নতুন মরশুম শুরুর আগেই কমিউনিটি শিল্ড ট্রফি জিতল তারা। হারাল লিভারপুলকে। ৯০ মিনিটের নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২ । ৪ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন হুগো এটিকেটে। এরপর ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মাটেটা। ২১ মিনিটে ফ্রিম্পং গোল করে ফের এগিয়ে দেন লিভারপুলকে। ৭৭ মিনিটে গোল শোধ দেন সার। ম্যাচ গড়ায় টাইব্রেকারে । ৩-২ ব্যাবধানে জিতে প্রথমবার এই ট্রফি জিতল ক্রিস্টিয়াল প্যালেস। প্রতিবছর নতুন মরশুম শুরুর আগেই হয় এই ম্যাচ। গত মরশুমের প্রিমিয়ার লিগ ও এফ এ কাপ চ্যাম্পিয়নদের মধ্যে হয় এই ম্যাচ। আর্নে স্লটের লিভারপুলকে হারিয়ে ফের একবার চমক দিল অলিভার গ্লাসনেরের ঈগলসরা ( সমর্থকরা ভালোবেসে ক্রিস্টিয়াল প্যালেসকে এই নামেই ডাকেন ) ।

Comments :0

Login to leave a comment