জানা অজানা
শিশু সাহিত্যে নজরুল
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা
আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবেই
জানি।কিন্তু তাঁর আর একটি সত্তা ছিল।যা ছিল শিশুসুলভ
মন।নজরুলের অন্তরটা ছিল ফুলের মতন পবিত্র।
নজরুল নিজেই লিখেছেন--আমি চিরশিশু,চির কিশোর।
তাইতো তিনি শিশু কিশোরদের সাথে একাত্মতা অনুভব
করেছেন।শিশুদের কল্পনার রথে চড়ে তাঁর দুঃসাহসিক
অভিযান।শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ছিল অকৃত্রিম।
শিশুদের প্রতি তাঁর অধিকাংশ রচনাগুলি ১৯১৮ খ্রিস্টাব্দ
থেকে ১৯২৬ খ্রিস্টাব্দের মধ্যে লেখা। শিশুদের নিয়ে রচনাগুলো
অধিকাংশই স্থান পেয়েছে" ঝিঙেফুল " গ্রন্থে। এই গ্রন্থে
তেরোটি লেখা আছে।"ঝিঙেফুল" গ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৬
খ্রিস্টাব্দে।নজরুল তখন সাতাশ বছরের যুবক।
"খোকার সাধ "কবিতায় লিখেছেন-- আমি হবো সকাল
বেলার পাখি,সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি।
খোকা হতে চায় সকালবেলার পাখি।কারণ সে সবার
আগে ঘুম থেকে উঠতে চায়।
"প্রভাতী" কবিতায় লিখেছেন--- ভোর হলো দোর খোলো খুকুমণি
ওঠরে। খুকুমণির প্রতি আহ্বান জানিয়েছেন ভোর হয়েছে,
সে যেন উঠে পড়ে।
"ঝিঙেফুল" কবিতায় ---ঝিঙে ফুল ,ঝিঙে ফুল
সবুজ পাতার দেশে ফিরোজিয়া
ঝিঙেফুল, ঝিঙেফুল!
কি সুন্দর কাব্যগীতি। শিশুমনকে অনায়াসেই কাছে টেনে
নেয়।
"খুকি ও কাঠবেড়ালি" কবিতায় খুকির প্রশ্ন কাঠবেড়ালির
কাছে---কাঠবেড়ালি!কাঠবেড়ালি!
পেয়ারা তুমি খাও?
গুড়মুড়ি খাও? দুধভাত খাও?
শিশুমনের ভিতর প্রবেশ না করলে এতো সুন্দর কবিতা
লেখা যায় না।
নজরুলের "মা"কবিতায় শিশুর কাছে মায়ের সঠিক স্বরূপ
তুলে ধরেছেন----যেখানে দেখি যাহা,মা-এর মতন আহা।
"ঠ্যাং-ফুলি" কবিতায় শিশুদের হাসতে বাধ্য করেছেন----হো-হো
উররো হো হো।
"চিঠি" কবিতায় ছোট্ট বোনের কথা তুলে ধরেছেন----ছোট্ট বোনটি
লক্ষ্মী,ভো জটায়ু পক্ষী।
"খোকার গপ্পো" কবিতায় মায়ের প্রশ্ন খোকার কাছ---মা ডেকে
কন খোকনমণি গপ্পো তুমি জানো?
"খাঁদু-দাদু"কবিতায় যেন শিশুমন থেকে হাসির ফোয়ারা
বেড়িয়ে আসে--অ মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং?
"খোকার খুশি"কবিতায় শিশুমনের অপূর্ব ব্যঞ্জনা ফুটে
উঠেছে----কী যে ছাই ধানাই পানাই,সারাদিন বাজছে সানাই।
"খোকার বুদ্ধি" কবিতায় খোকা কেন মুখ চুন করে বসে
থাকে তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন----চুন করে মুখ,
প্রাচীর পরে বসে শ্রীযুত খোকা।
"পিলে পটকা"কবিতায় শুধু হাসি আর হাসি----উটমুখো সে
সুঁটকো হাশিম,পেট যেন ঠিক ভুঁটকো কাছিম।
নজরুলের "প্রজাপতি"কবিতাটি যেটা শিশুদের কাছে
অতি জনপ্রিয় একটি গান----প্রছাপতি!প্রজাপতি! কোথায়
পেলে ভাই এমন রঙিন পাখা। নজরুলের অন্যান্য রচনার
মধ্যে" সঞ্চয়ন","পুতুলের বিয়ে",ঘুম পাড়ানী গান শিশুদের জন্য
সার্থক,অনবদ্য ও স্বপ্নময়।
Comments :0