Hockey Asia Cup 2025

হকি এশিয়া কাপে প্রথম ম্যাচে জয় ভারতের

খেলা

শুক্রবার হকি এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় পেল ভারত। চীনকে হারাল ৪-৩ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেন হরমনপ্রিত। রাজগিরে ম্যাচের প্রথম কোয়ার্টারে এগিয়ে ছিল চীন ১-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে  দুটি গোল করে ভারত। তৃতীয় কোয়ার্টারে আরো একটি গোল করে ভারত ব্যাবধান বাড়ালেও চীন দুরন্ত লড়াইয়ে ৩-৩ করে ম্যাচের সমতা ফেরায়। তবে শেষ মুহুর্তে হরমনপ্রিত নিজের তৃতীয় এবং দলের চতুর্থ গোল করে দলকে জয় এনে দেন। চীনের হয়ে ১২  মিনিটে গোল করেন ডু চিহাও। ১৮ মিনিটে শোধ দেন যুগরাজ সিং। ২০ এবং ৩৩ মিনিটে পর পর দুটি গোল করেন হরমনপ্রিত। ৩৫ ও ৪১ মিনিটে দুটি গোল করে সমতা ফেরান চীনের ছেন ও জিশেং। ৪৭ মিনিটে জয়সূচক গোলটি আসে হরমনপ্রিতের স্টিক থেকে।

Comments :0

Login to leave a comment