MANCHESTER UNITED LOSS TO GRIMSBY TOWN FC BY SHOCK

চতুর্থ ডিভিশন ক্লাবের কাছে অবিশ্বাস্য হার ম্যান ইউনাইটেডের

খেলা

অবিশ্বাস্য হার ম্যানচেষ্টার উনাইটেডের। ইএফএল কারাবো কাপ প্রতিযোগিতায় চতুর্থ ডিভিশন ক্লাব গ্রিমসবি টাউনের কাছে টাইব্রেকারে হার রুবেন আমোরিমের দলের। গত কয়েক মরশুম ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড যেন অতীতের একটি ছায়ামাত্র। ২০১৩এর পর থেকে এখনো অব্দি প্রিমিয়ার লিগ জেতা তো দূর ২০১৮এর পর ট্রফি জয় বলতে গত মরশুমে ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়ে এফএ কাপ জয়। তবে এইবার এই হারের সীমা পাড় করে গেল সমস্ত কিছুকেই। নর্থইস্ট লিংকিনশায়ারের ক্লাব গ্রিমসবি বর্তমানে খেলে ইএফএল ( ইংলিশ ফুটবল লিগ ) -২তে। অর্থাৎ এটি ইংল্যান্ডের চতুর্থ ডিভিশন ফুটবল লিগ। বৃহস্পতিবারের তাদের এই জয় তাদের ২১ বছরের ফুটবল ইতিহাসে এক সোনার পালক জুড়ে দিল। সকলকে অবাক করেই প্রথমার্ধেই ইউনাইটেড  বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে যায় গ্রিমসবি। ২০ ৩০ মিনিটে গোল করেন ভার্নাম এবং ওয়ারেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৭৫ ও ৮৯ মিনিটে গোল শোধ দিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন এম্বুমো এবং হ্যারি মাগুয়ের। তবে টাই ব্রেকারে ১২-১১ ব্যবধানে জেতে গ্রিমসবি। শেষ মহুর্তের শট মিস করেন ইউনাইটেডের এম্বুমো। ২০০৪সালে তৈরী হওয়া এই ক্লাবের কাছে লজ্জাজনক হারের পর সাংবাদিক সম্মেলনে কোচ রুবেন আমোরিম নিজের ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন ' আমার মনে হয় এবার বেশ কিছু পরিবর্তন আনা দরকার। আমরা আজ কোনোরকম প্রভাব ছাড়াই খেলা শুরু করেছিলাম। ফলে সেরা দলই আজ জিতেছে '। গত মরশুমে ২০বারের লিগ শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করেছিল লিগ টেবিলের ১৫তম স্থানে। ১৯৭৪সালের পর সবথেকে খারাপ ফলাফল ছিল তাদের। তাই আরো কঠিন সময় অপেক্ষা করে রয়েছে রুবেন আমোরিমের জন্য।  

 

Comments :0

Login to leave a comment