বুধবার কলকাতা লিগে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মেসার্স ক্লাব এবং মোহনবাগানের। কিন্তু নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে মেসার্স ক্লাব এলেও এলোনা মোহনবাগান। রেফারিরাও প্রথা মতন মাঠে নেমেছিলেন। ফুটবলাররা কিছুটা গা ঘামিয়ে নেন। এরপরেই রেফারি এই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। রেফারি এই ম্যাচের রিপোর্ট সাব কমিটিকে জানাবে। তারপরই ঠিক হবে এই ম্যাচের ভাগ্য। ২ দিন আগেই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আইএফএকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে , কলকাতা লিগের অনেক ফুটবলাররাই ডুরান্ড কাপের দলে রেজিস্ট্রেড রয়েছেন ফলে ডুরান্ড শেষ না হওয়া অব্দি তাদের পক্ষে আর কলকাতা লিগ খেলা সম্ভব নয়। বর্তমানে ৬ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে মোহনবাগানের। সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে আরো সমস্যার মুখে পড়ল মোহনবাগান।
Calcutta football League
মেসার্সের বিরুদ্ধে দল নামালো না মোহনবাগান
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0