Nagarik Samaj Rally

সুষ্ঠু, অবাধ নির্বাচনের দাবিতে নাগরিক সমাজের মিছিল

কলকাতা

Nagarik Samaj Rally


রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে পথে নামল নাগরিক সমাজ। শনিবার কলকাতা জেলা বামফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই মিছিলে শামিল হয়ে হাজরা থেকে আকাদেমি অব ফাইন আর্টস পর্যন্ত পথ হাঁটলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। 
মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, গণতান্ত্রিক আন্দোলনের নেতা কল্লোল মজুমদার। ছিলেন রাজেশ্বর ভট্টাচার্য, কুণাল মৈত্র, দেবাশিস ব্যানার্জি, অম্বিকেশ মহাপাত্র, পীযূষ সরকার, নন্দিনী মুখার্জি, প্রবীর দেব, কাজি কামাল নাসের সহ অন্যান্যরা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে লাগাতার খুন, সন্ত্রাস, হামলা, হুমকি আক্রমণ চলছে তাতে পঞ্চায়েত ভোট আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা এখন এই প্রশ্নই উঠছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, শিক্ষক, শিক্ষাবিদ, সমাজকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের আশঙ্কা, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে দিকে দিকে যেভাবে হামলা আক্রমণ, খুনের ঘটনা ঘটছে তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া দুষ্কর। এই পরিস্থিতিতে ভোটার, প্রার্থী, ভোট কর্মী সহ সাধারণ মানুষের নিরাপত্তার গ্যারান্টি সুনিশ্চিত করার দাবি নিয়ে এদিন নাগরিক মিছিলে শামিল হন তাঁরা। 
স্লোগান, গান, কবিতার মধ্যে দিয়ে এদিন নাগরিক সমাজ এই দুর্বিষহ পরিস্থিতির নিন্দায় সরব হয়েছে। 
 

Comments :0

Login to leave a comment