কবিতা
শিল্পী-ভাস্কর রামকিঙ্কর বেজকে শ্রদ্ধার্ঘ্য
অমল কর
নতুনপাতা
অথচ তুমি ছিলে শান্ত শব্দহীন
বিশাল বটবৃক্ষ,ছায়া দিয়েছ প্রতিদিন।
বাড়িয়েছ বলিষ্ঠ হাত, দিয়েছ আশ্রয়
শেকড় যেভাবে জানে মাটির হৃদয়।
তুমি এক চিরায়ত জাগ্ৰত চেতনা
আর্যপ্রতিম তুমি, শাশ্বত প্রেরণা।
তোমার জয়-গাঁথার মূর্ত শঙ্খধ্বনি
দেশ-দেশান্তরে ধ্বনি তুলছে প্রতিধ্বনি।
Comments :0