POETRY — GOURI SENGUPTA | RAMKINKAR — NATUNPATA | 27 MAY 2024

কবিতা — গৌরী সেনগুপ্ত | সেই দেশিকোত্তম — নতুনপাতা | ২৭ মে ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  GOURI SENGUPTA  RAMKINKAR  NATUNPATA  27 MAY 2024

কবিতা

সেই দেশিকোত্তম

গৌরী সেনগুপ্ত

নতুনপাতা

আজ শোন্ খোকা বাঁকুড়ার এক প্রতিভাধরের নাম
রং তুলি হাতে পাথর কুঁদে এনেছেন সম্মান
গরীব ঘরের সন্তান তিনি ভারতের গৌরব
খোদাই করে গড়েছেন সব অমূল্য বৈভব।
"সুজাতা মূর্তি " পাথরে গড়া দেশের অন্যতম
বিশ্বভারতীর ধন্য ছাত্র সেই দেশিকোত্তম
অবাক প্রতিভা গড়েছেন এক " সাঁওতাল দম্পতি "
"হাটের পথে", " কলের বাঁশি "  চিরায়ত অভিব্যক্তি 
তুলির কাজে তেল রং দিয়ে তিনিই প্রথম চিত্রী
"পিকনিক " বা " বিনোদিনী " যা সৃষ্টির অভিযাত্রী
সাধনার সেই চাবিকাঠি হাতে আঁকেন সহজ বলা
ভালোবাসার এক দৃষ্টি দিয়ে গড়েন মহৎ কলা 
নামটা বলি ধন্য ছেলে যাঁর হাতে সেই তেজ
শুধু দেশ নয় বিশ্বমায়ের রামকিংকর বেইজ।

Comments :0

Login to leave a comment