কবিতা
সেই দেশিকোত্তম
গৌরী সেনগুপ্ত
নতুনপাতা
আজ শোন্ খোকা বাঁকুড়ার এক প্রতিভাধরের নাম
রং তুলি হাতে পাথর কুঁদে এনেছেন সম্মান
গরীব ঘরের সন্তান তিনি ভারতের গৌরব
খোদাই করে গড়েছেন সব অমূল্য বৈভব।
"সুজাতা মূর্তি " পাথরে গড়া দেশের অন্যতম
বিশ্বভারতীর ধন্য ছাত্র সেই দেশিকোত্তম
অবাক প্রতিভা গড়েছেন এক " সাঁওতাল দম্পতি "
"হাটের পথে", " কলের বাঁশি " চিরায়ত অভিব্যক্তি
তুলির কাজে তেল রং দিয়ে তিনিই প্রথম চিত্রী
"পিকনিক " বা " বিনোদিনী " যা সৃষ্টির অভিযাত্রী
সাধনার সেই চাবিকাঠি হাতে আঁকেন সহজ বলা
ভালোবাসার এক দৃষ্টি দিয়ে গড়েন মহৎ কলা
নামটা বলি ধন্য ছেলে যাঁর হাতে সেই তেজ
শুধু দেশ নয় বিশ্বমায়ের রামকিংকর বেইজ।
Comments :0