খবর নিশ্চিত অনেকদিন আগেই হয়ে গেছিল। তবুও বেশ বিলম্ব করেই মোহনবাগানের চুক্তিপত্রে সই করলেন রবসন রোবিনহো। শনিবার ৩০ আগস্ট সেইকথা মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলতেন এই ব্রাজিলিয়ান। এএফসি কাপে মোহনবাগানের বিরুদ্ধে বাংলদেশের দলটির হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন তিনি। তখন থেকেই তার প্রতি নজর ছিল সবুজ মেরুনের। ২০২১ থেকে ২০২৪পর্যন্ত বসুন্ধরার হয়ে ৯৭টি ম্যাচ খেলে করেছিলেন মোট ৬৪টি গোল। জিতেছেন মোট ৯টি ট্রফি। ২০২৪ সালে ব্রাজিলের দল আগুয়া সান্তাতে খেলার সুবাদে খেলেছিলেন নেইমারের বিরুদ্ধে। আগামী সোমবার শহরে পা রাখবেন এই উইঙ্গার। উইং ছাড়াও আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে সক্ষম তিনি। তার যোগদানে মলিনার দলে অপশন আরো বাড়ল।
চুক্তিপত্রে সই করার পর রবসন জানিয়েছেন ' এর আগে আমি বসুন্ধরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছি। তখন থেকেই জানি যে মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। সেদিন আমার খেলা নিশ্চয় সবুজ মেরুন সমর্থকদের মনে আছে। একটু অপেক্ষা করুন এই জার্সি পড়েও আমি সেইরকমই সাফল্য পাব। গত মরশুমে মোহনবাগান দুটো লিগ কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। গত ৫বছরে তাদের মতো সাফল্য ভারতের আর কোনো ক্লাবের নেই। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলাররাই এই দলে খেলেন। একজন সতীর্থ হয়েই ক্লাবের হয়ে আরো ট্রফি আনতে চাই আমি '। নেইমারের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে তিনি বলেন ' নেইমারের বিরুদ্ধে মাঠে নামটা আমার কাছে সম্মানের। গত ফেব্রুয়ারিতে আমি ওর বিরুদ্ধে খেলেছি। এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি ব্রাজিলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে পেরেছিলাম '।
Comments :0