উৎসবে অনুভবে
মুক্তধারা
পুজো পুজো
-------------------------------------------
নির্মলেন্দু শাখারু
-------------------------------------------
২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
পুজো এলেই আলো-আশা--
খুশি ফিরে দেখা...
পুজো নিয়েই মাতন সবার
নয় কখনো একা।
ঢ্যাম কুড়া কুড় ঢাকের বোলে
ছন্দে কেমন দুলি!
মা এসেছেন মর্ত্যে নেমে
দুঃখ সবাই ভুলি।
ষষ্ঠীতে মা-র বোধন শুরু
করি আবাহন...
সপ্তমীতে মহাপুজোয়--
থাকি সারাক্ষণ।
অষ্টমীতে আনন্দভোজ--
পাত পেড়ে খাই সবে,
নবমীতে ঘোরাঘুরি--
হাসি-কলরবে!
দশমীতে চোখের জলে
বিদায় হল ঠাকুর,
ঢাকের কাঠি 'বিসর্জনের'
বাজায় তাকুড়নাকুড়!
Comments :0