tet

উৎসবে আঁধার: মেলেনি ইন্টারভিউয়ের চিঠি, চলছে লড়াই

রাজ্য কলকাতা

রিঙ্কি দাস

পরীক্ষা দিয়েছেন ২০২২-এ। পাশ করেছেন। ইন্টারভিউয়ের ডাক মেলেনি ২০২৫ সালেও। শারদোৎসব অন্য রকম হতে পারত, হয়নি। যা স্বাভাবিক ভাবেই হওয়ার কথা, তা হয়নি। নামতে হচ্ছে রাস্তায়। পুলিশের সঙ্গে যুঝতে হচ্ছে, আটক থাকতে হচ্ছে কেবল ন্যায্য দাবিটুকু জানাতে। ‘টেট’ পরীক্ষার্থীদের সেই অভিজ্ঞতা তুলে ধরছেন লড়াইয়ের দুই মুখ, সুদেষ্ণা সোম এবং ইন্দ্রজিৎ পাল।

 

 

Comments :0

Login to leave a comment