জমে উঠেছে ইরানি কাপ। দ্বিতীয় দিনের শেষে অবশিষ্ট ভারতীয় একাদশ তুলেছে ৫ উইকেটে ১৪২। অভিমন্যু ঈশ্বরণ (৫২) অর্ধ-শতরান করেন। রজত পতিদার (অপরাজিত ৪২) ক্রিজে আছেন মানব সুথারের (অপরাজিত ১) সঙ্গে। আরিয়ান জুয়েল (২৩), যশ ধূল (১১) ও ঋতুরাজ গায়কোয়াড় (৯) ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে।
এর আগে, বিদর্ভ ৩৪২ রানে ইনিংস শেষ করে। অথর্ব টাইডে ১৪৩ রান করেন। সুথার (৩/৭৪) ও আকাশদীপ (৩/৫১) বল হাতে সফল।
Irani Cup 2025
এগিয়ে বিদর্ভ

×
Comments :0