দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি
তাঁদের শ্রমে চা যায় সারা দেশে, বিশ্বে। এ রাজ্যের আর্থিক এবং সাংস্কৃতিক পরিচিতিতে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের চা বাগান।
কিন্তু চা বাগানের শ্রমিকদের জীবন কেমন? কী তাঁদের দাবি? উৎসবের বোনাস নিয়ে লড়াই প্রতিবার, কেউ কেউ বোনাসই পান না। কেন? কিভাবে রয়েছেন তাঁরা?
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এবং করোলা ভ্যালি চা-বাগান ঘুরে এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছে এই ভিডিও প্রতিবেদন।
Comments :0