NZ vs AUS T20I

মার্শের ব্যাটে জয় অস্ট্রেলিয়ার

খেলা

কাজে লাগলো না টিম রবিনসনের বিধ্বংসী শতরান। সিরিজের প্রথম টি-২০ ম্যাচের ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া।
‎প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬ রানের মধ্যে ৩ উইকেট হারায়। এরপর রবিনসন একাই ব্যাট হাতে রুখে দাঁড়ান। মাত্র ৬৬ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ড্যারিল মিচেল (৩৪) ও বেভন জ্যাকবস (২০) কিছুটা সাহায্য করেন রবিনসনকে। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮১ তোলে।
‎এরপর মিচেল মার্শের ৪৩ বলে ৮৫, অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দেয়। ১৬.৩ ওভারে ৪ উইকেটে ১৮৫ তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড (১৮ বলে ৩১), ম্যাথু শর্ট (১৮ বলে ২৯) ও টিম ডেভিড (১২ বলে অপরাজিত ২১) অন্য প্রান্ত থেকে দ্রুতগতিতে রান তোলেন।

Comments :0

Login to leave a comment