মীর আফরোজ জামান: ঢাকা
আওয়ামি লিগের নেতা কর্মীরা
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে। এমন সন্দেহ থেকে এই অ্যাপ বন্ধের দিকে এগচ্ছে বাংলাদেশের মহম্মদ ইউনুস সরকার।
গত বুধবার রাজধানীতে আওয়ামি লিগের ঝটিকা মিছিল হয়। গ্রেপ্তার করা হয় শেখ হাসিনার দলের ২৪৪ জনকে। পুলিশের দাবি, এর মধ্যে দেড় শতাধিক নেতা-কর্মী টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখছেন। অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বলে দাবি।
গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে জানানো হয়, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামি লিগের কর্মীদের সক্রিয় করা হচ্ছে।
টেলিগ্রাম রুশ বংশোদ্ভূত পাভেল দুরভের প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। অন্যদিকে বোটিম মূলত কল, ভিডিও কল ও অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৩ মাসে ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত’ অভিযোগে ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ অর্থাৎ ৩২ হাজার ৩৭১ জন ইতোমধ্যে জামিন পেয়েছেন।
বৈঠকে বলা হয়, স্থানীয় পর্যায়ে অনেক পাবলিক প্রসিকিউটর (পিপি), আইনজীবী সমিতি ও রাজনৈতিক নেতারা জামিন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। ফলে এখন থেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ব্যক্তিদের জামিনের শর্ত আরও কঠোর হবে।
উল্লেখ্য, হাসিনার সমর্থকদের বিভিন্ন সময়ে ‘ফ্যাসিবাদী’ বলেছেন ইউনুস।
Comments :0