Dooars Rain

পাহাড়ে বৃষ্টিতে আতঙ্ক, ডুয়ার্সের নদীতে ‘হরপা বান’ ফিরছে মালনদীর ভয়াবহ স্মৃতি

জেলা

অক্টোবরের শুরুতেই পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণে ডুয়ার্সের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। মঙ্গলবার গভীর রাতে টানা বৃষ্টির ফলে মূর্তি ও নেওড়া নদীতে হঠাৎ হরপা বান নেমে আসে। আচমকা নদীর জল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন ও নদীসংলগ্ন পর্যটকদের মধ্যে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মূর্তি নদীর ধারে থাকা পর্যটকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাল নদীর জলস্তরও ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যেই মালনদীর তীরবর্তী গ্রামগুলিতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি ফের মনে করিয়ে দিচ্ছে দুই বছর আগের সেই ভয়াবহ দুর্ঘটনাকে। মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় হরপা বানে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। এ বছরও বৃহস্পতিবার ও শুক্রবার ডুয়ার্সের বিভিন্ন নদীর ঘাটে নিরঞ্জনের কর্মসূচি রয়েছে। ফলে নতুন করে আশঙ্কায় স্থানীয় মানুষ।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মূর্তি, নেওড়া ও মাল নদীর জলস্তর আরও বাড়তে পারে।

Comments :0

Login to leave a comment