মাত্র ৩ মাসে প্রায় ১২ হাজার কর্মী ছেঁটেছে তথ্য প্রযুক্তি বহুজাতিক অ্যাক্সেঞ্চার। এআই প্রযুক্তির দক্ষতা না থাকায় এই সিদ্ধান্ত, জানিয়েছেন সংস্থার সিইও জুলি সুইট।
অ্যাক্সেঞ্চার সংবাদ এসেছে ভারতের টিসিএস -র ছাঁটাইযের মধ্যে।
টিসিএস -র ছাঁটাই কত টিএ নিয়ে বিতর্ক রয়েছে। একাধিক কর্মী সংগঠনের দাবি প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করছে এই সংস্থা। সেই সিদ্ধান্তের পিছনেও এআই প্রযুক্তি।
সুইট যদিও দাবি করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্প্রসারণের পক্ষে। তিনি বলেছেন যে যাঁরা নতুন প্রযুক্তি অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারবেন না তাঁদের বাদ দিতে হচ্ছে। নতুন বিনিয়োগের জন্য টিএ প্রয়োজন।
এই বহুজাতিক দাবি, গত দু বছরে এআই দক্ষ কর্মীর সংখ্যা দ্বিগুণ করে ৫৫ হাজার হয়েছে।
সংস্থার কর্মী বিশ্বে ৭ লক্ষের ওপর। এআই হামলায় আরো কতজন কাজ খোয়াবেন টিএ নিয়ে গভীর আশঙ্কা রয়েছে। আয় ৭ শতাংশ বৃদ্ধির পরও এমন সিদ্ধান্ত।
ভারতে এই আক্রমণের বিরুদ্ধে একজোট হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার একাধিক সংগঠন। তাদের বক্তব্য টিসিএস অনেক জায়গায় সরাসরি বাদ না দিয়ে জোর করে পদত্যাগ পত্র লেখাচ্ছে।
AI Layoff
টিসিএই’র সঙ্গে ‘এআই’-র থাবায় হাজার হাজার ছাঁটাই অ্যাক্সেঞ্চারেও

×
Comments :0