Howrah

হাওড়ায় বেপরোয়া তাণ্ডব, চায়ের দোকানে গুলি করে খুন

জেলা

নিহত সুরেশ যাদব।

অষ্টমীর রাতে হাওড়ার রাস্তায় গুলি চলল। নিহত হলেন পাটনা থেকে ঘুরতে আসা শঙ্কর যাদব। 
হাওড়া থানার অন্তর্গত বন বিহারি বোস রোডের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
হাওড়ার আত্মীয়র বাড়িতে ঘুরে এসে চায়ের দোকানে বসেছিলেন সুরেশ যাদব। বাইক করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনটি গুলি করা হয় মাথায়। 
স্থানীয়রা বলেছেন এই এলাকায় নিরাপত্তা নিয়ে চিন্তা আরো বাড়ল। কেউ কেউ বলেছেন বিহারে এরকম ঘটনা শোনা যেত এখন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বারবার এই দুষ্কৃতী তাণ্ডব দেখা যাচ্ছে। 
উল্লেখ্য গত কয়েক বছরে বারবার দুষ্কৃতীরা এভাবে জনপদে ঢুকে পড়ে গুলি চালিয়ে হত্যা করছে। এত অস্ত্র কিভাবে আসছে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠছে কিভাবে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে তৃণমূল সরকার প্রশাসন।

Comments :0

Login to leave a comment