Bhagirathi Child

স্নান করতে নেমে ভাগীরথীতে নিখোঁজ শিশু

জেলা

নিখোঁজ শিশুর সন্ধানে ভাগীরথীতে সন্ধান চালানোর সময় নদী পাড়ে মানুষের ভিড়। ছবি: আলেক শেখ

 দাদাদের সাথে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে বুধবার নিখোঁজ হয়ে গেল ৬ বছরের এক শিশু। নিখোঁজ শিশু কন্যা খাদিজা খাতুনের বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত রাজকোল গ্রামে।  সেখান থেকে অন্যান্যদের সাথে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুরে আত্মীয়দের বাড়িতে সে বেড়াতে আসে। বুধবার পৌনে তিনটে নাগাদ গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরতি নদীতে দাদাদের সঙ্গে সিদ্ধেপাড়া ঘাটে স্নান করতে নামে। দাদাদের অলক্ষে সে ভাগীরথী নদীর জলে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা শিশুটির সন্ধানে জলে নামলেও এই খবর লেখা পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে নাদনঘাট থানার পুলিশ। বিপর্যয় মোকাবেলা দলের কর্মীদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment