শান্তি এবং সংঘর্ষ বিরতির পক্ষে যৌথ বিবৃতি হবে। তবে তার সময়সীমা নির্দিষ্ট করতে রাজি নয় মস্কো।
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই মর্মে বিবৃতি দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘‘আমরা দ্রুত ইউক্রেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চূড়ান্ত করে ফেলতে চাইছি। কিন্তু সম্পর্কের মধ্যে একাধিক জটিলতা রয়েছে। সেগুলি সম্পর্কে অভিন্ন বোঝাপড়ায় পৌঁছানোর বিষয় রয়েছে। ফলে সময়সীমা নির্দিষ্ট করা যাবে না।’’
আমেরিকার রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার কথা হয় রাশিবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। টেলিফোনে বার্তালাপের পর ট্রাম্প কথা বলেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদমির জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সঙ্গে।
আলোচনার পর ট্রাম্প বলেছিলেন যে তিন বছর যুদ্ধের পর দ্রুত স্থায়ী সংঘর্ষ বিরতির বোঝাপড়া শুরু করতে রাজি হয়েছে রাশিয়া।
মঙ্গলবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ যদিও অর্থোডক্স চার্চের ওপর ইউক্রেনের জেলেনস্কি সরকারের দখলদারির সমালোচনা করেছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, রাশিয়া কখনই ইউক্রেনের অর্থোডক্স চার্চের সঙ্গে জড়িতদের বিপদে ফেলবে না।
ইউক্রেন অর্থোডক্স চার্চের সঙ্গে রাশিয়ার যোগাযোগের অভিযোগ তুলে একাধিক পদক্ষেপ নিয়েছে।
গত সোমবারের আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন ট্রাম্প এবং পুতিন। তবে রাশিয়া গত তিন বছরে বারবার আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধজোট ‘ন্যাটো’-কে পূর্ব ইউরোপে অশান্তি ছড়ানোর জন্য দায়ী করেছে। রাশিয়ার বক্তব্য, ইউক্রেনে ন্যাটো ঘাঁটি করতে চাইছে রাশিয়াকে নিশানা করেই। সে কাজেই জেলেনস্কি সরকারকে ব্যবহার করছে।
এর আগে রাশিয়া এবং ইউক্রেনের আলোচনা হলেও সংঘর্ষ বিরতির চুক্তি হয়নি। ইউক্রেন ৩০ দিনের সংঘর্ষবিরতি দাবি করে। রাশিয়ার বক্তব্য, নিজেদের সামরিক বাহিনীর শক্তি জোগারের জন্য এই সময় ব্যবহার করতে চাইছে ইউক্রেন।
Trump Putin
শান্তি প্রক্রিয়ায় সময়সীমা দেওয়া সম্ভব নয়, ট্রাম্প-পুতিন আলোচনার পর বলল রাশিয়া

×
Comments :0