Jyoti Basu

অশুভ ও অনাসৃষ্টির বিরুদ্ধে সৃষ্টির শপথ, দোমোহনীতে সম্প্রীতি দৌড়

রাজ্য জেলা

বর্তমান সময়ের বিভেদকামী রাজনীতি ও অশুভ শক্তির আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত বার্তা নিয়ে শুক্রবার সকালে দোমোহনীতে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সম্প্রীতি দৌড় ও সারাদিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি। মহান জননেতা জ্যোতি বসুর ভাবাদর্শকে পাথেয় করে আয়োজিত এই উদ্যোগ দোমোহনী ও আশপাশের এলাকায় সম্প্রীতি, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনার আবহ সৃষ্টি করে। এই কর্মসূচির মূল আহ্বান ছিল ‘‘অনাসৃষ্টির বিরুদ্ধে সৃষ্টির শপথ’’। ধর্মকে ব্যবহার করে নোংরা ও বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখার দাবিতে একজোট হন এলাকার প্রগতিশীল ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। একটি সুন্দর, গণতান্ত্রিক ও বাসযোগ্য ভারত ও সমাজ গড়ার শপথ নিয়েই সম্প্রীতির এই দৌড়ের সূচনা হয়।


দৌড়ে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মাত্র ৮ বছরের শেফালি রায় থেকে শুরু করে প্রায় ১৫০ জন দৌড়বিদ, কর্মী ও প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেন। জ্যোতি বসুর কর্মভূমি দোমোহনীতে সিপিআই(এম)’র কর্মী-সমর্থক ও অসংখ্য সাধারণ মানুষ একত্রিত হয়ে অশুভ ও বর্বর শক্তির বিরুদ্ধে জোরালো বার্তা দেন। সম্প্রীতি দৌড়ের পাশাপাশি দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন, ‘‘এটি কেবল একটি প্রতিযোগিতামূলক দৌড় নয়, বরং একটি প্রতিবাদী ও সাংস্কৃতিক মঞ্চ। এই উদ্যোগ আগামীর প্রজন্মকে একটি সুস্থ, সম্প্রীতিপূর্ণ ও মানবিক সমাজ গড়ার সংগ্রামে অনুপ্রাণিত করবে।’’
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ময়ূখ বিশ্বাস, জেলা কমিটির সদস্য জ্যোতিপ্রকাশ ঘোষ, অরিন্দম ঘোষ, অপূর্ব রায়-সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব।
এছাড়াও এই বিশেষ দিনে জেলা জুড়ে শাখায় শাখায় পতাকা উত্তোলন, জননেতা জ্যোতি বসুকে শ্রদ্ধা জ্ঞাপন এবং শপথ পাঠ করা হয়।

Comments :0

Login to leave a comment