‘সন্ত্রাসবাদকে বিন্দুমাত্র সমর্থন নয়, এমন নিদর্শন দেখাতে হবে গোটা বিশ্বকে।’ ভারতীয় সেনার ‘অপারেশন সিদুঁর’ এর পরিপ্রেক্ষিতে এমনই বার্তা দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাত হিসাবে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী শিবিরে হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী। ৯টি জায়গায় হয়েছে হামলা। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ করেই এই প্রত্যাঘাত করা হয়েছে।
ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব নিজেদের এক্সহ্যান্ডেলে সেনা বাহিনী কৃতিত্ব দিয়ে পোস্ট করেছেন। লোকসভার বিরোধী দলনেতা এক্সহ্যান্ডেলে লিখেছেন, ভারতীয় সেনার এই কাজে গর্ব বোধ করছি, জয় হিন্দ।
Comments :0