আই-প্যাকের মালিকের বাড়ি এবং দপ্তরে ইডি তল্লাসিতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের শুনানিতে বললেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা। শুনানিতে তুষার মেহতা আদালতে বলেন, ‘এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আগেও যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইন মেনে কাজ করেছে, তখনই মুখ্যমন্ত্রী নিজে তল্লাশির জায়গায় ঢুকে পড়েছেন। এটা খুবই ভয়ংকর একটা প্যাটার্ন।’ উল্লেখ্য সারদা কাণ্ডে যখন তৎকালিন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি সিবিআই হানা দিলে সেই সময়ও বাধা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ইডির আরও অভিযোগ, আই-প্যাক অফিসে এমন কিছু নথি ছিল যা তদন্তের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিসিটর জেনারেলের কথায়, ‘প্রমাণ ছিল যে অপরাধমূলক নথি ওই জায়গায় রয়েছে। স্থানীয় পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্তারা বড় বাহিনী নিয়ে গিয়ে সেই নথি অনুমতি ছাড়াই তুলে নেন। এটা চুরির সমান’। ইডির অভিযোগ তল্লাশির সময় এক ইডি অফিসারের মোবাইল ফোনও সাময়িকভাবে নিয়ে নেওয়া হয়েছিল।
ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক।
মামলায় রাজ্য সরকারের পক্ষে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ ব্যানার্জি। তারা ইডির অভিযোগকে একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
I-PAC SUPREME COURT
আই-প্যাক তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের বললো ইডি
×
Comments :0