Bolpur

আদিবাসী ছাত্রীদের শ্লীলতাহানির প্রতিবাদে নলহাটি থানায় বিক্ষোভ

জেলা

নলহাটি থানা এলাকার বানিওড় অঞ্চলের খয়েরবুনি গ্রামের এক গরিব আদিবাসী কিশোরীর শ্লীলতাহানির বিচার চেয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ নলহাটী ১ নং ব্লক কমিটি আহ্বানে নলহাটী থানা অভিযান। গত ২৪ অক্টোবর নির্যাতিতা আদিবাসী কিশোরী যখন পাশের গ্রাম চন্ডীপুরে নয়ানজুলিতে কাঁকড়া তুলতে গেছিল তখন এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আদিবাসী জনগণ ক্ষোভে ফেটে পড়েন এবং নলহাটী থানায় বিক্ষোভ দেখান। 
উল্লেখ্য রামপুরহাট, রাজনগর, বোলপুর সহ বীরভূম জেলার বিভিন্ন জায়গায় সঙ্গে নলহাটী থানা এলাকাতেও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। এবং সবক্ষেত্রেই শাসকদলের যোগ রয়েছে বলে অভিযোগ। এদিন আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাবার আগেই পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনজীবনকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। অন্যথায় আদিবাসী জনগণ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। বিক্ষোভের জেরে ২৪ তারিখ রাত্রেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। এদিন থানার সামনে দীর্ঘক্ষন রাস্তা অবোরোধ করে আদিবাসীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন চন্দন মুর্মূ, ঊজির মুর্মূ, চন্দ্রকান্ত মাল, আকবর আলী, সঞ্জীব বর্মণ, গোরাচাঁদ গুপ্ত। সংগঠনের পক্ষ থেকে সাত জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন দেয়।

Comments :0

Login to leave a comment