সকাল থেকে কলকাতা সহ জেলাতেও চলছে ইডির তল্লাশি। প্রথমে ইডি আধিকারিকদের একটি দল চন্দননগরের মেরিমাঠের সুদীপ্ত রায়ের বাড়িতে যান সেখানে বাড়ির তালা বন্ধ দেখে সেখান থেকে এসে বৈদ্যবাটি নার্সারি রোড এর কুনাল রায় বাড়িতে এসে শুরু করে তল্লাশি। তবে ঠিক কী কারণে এই তল্লাশি তা এখনই জানা যাচ্ছে না।
ED RAID
হঠাৎ ইডি'র তল্লাশি
কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি। ছবি: অভীক ঘোষ
×
Comments :0