CAFA NATIONS CUP 2025

কাফা নেশন্স কাপের তৃতীয় স্থানাধিকারী ম্যাচে নামবে ভারত

খেলা

আগামী ৮সেপ্টেম্বর কাফা নেশন্স কাপের তৃতীয় স্থানাধিকারী ম্যাচে নামবে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে খালিদ জামিলের ভারত। গ্ৰুপ ' এ ' -তে ভারত দ্বিতীয় দল হিসেবে তৃতীয় স্থানের ম্যাচে যোগ্যতা অর্জন করেছে। এই গ্ৰুপের অন্য ম্যাচে তাজকিস্তানের সঙ্গে  ২-২ ড্র করেছে ইরান । ফলে এই গ্ৰুপে ৩ ম্যাচে ৭পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে প্রবেশ করেছে ইরান। ড্র করায় ৩ম্যাচে তাজাকিস্তানের পয়েন্ট ভারতের সঙ্গেই সমসংখ্যক ৪ । তবে প্রথম ম্যাচে তাজাকিস্তানকে হারানোর ফলে হেড টু হেডের বিচারে পরের পর্বে যোগ্যতা অর্জন করেছে ভারত। এই প্রতিযোগিতার নিয়মানুযায়ী দুটি গ্ৰুপ থেকে শীর্ষে থাকা দুটি দল সরাসরি খেলবে ফাইনালে। দ্বিতীয় দল দুটি সুযোগ পাবে তৃতীয় স্থানাধিকারী ম্যাচে। শুক্রবার গ্ৰুপ ' বি '-র ম্যাচে তুর্কমেনিস্তান খেলবে ওমানের বিরুদ্ধে এবং কিরঘিস্তান খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। এই গ্ৰুপের পয়েন্টস টেবিল বেশ আকর্ষনীয় । চারটি দলের মধ্যে ওমান ও উজবেকিস্তানের পয়েন্ট দুই ম্যাচের শেষে ৪। বাকি দুটি দল তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পয়েন্ট ১। অর্থাৎ গ্ৰুপের যা চিত্র তাতে তুর্কমেনিস্তান ওমানকে এবং তুর্কমেনিস্তান উজবেকিস্তানকে হারাতে পারলেই চার দলেরই পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৪। তখন হেড টু হেড অথবা গোলপার্থককের বিচারেই নির্ধারিত হবে ফাইনাল ও তৃতীয় স্থানাধিকারী ম্যাচের প্রতিপক্ষ। কিরঘিস্তান ও উজবেকিস্তানের গোলপার্থক্য় -১।  
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন