US OPEN TENNIS

ইউএস ওপেনের ফাইনালের স্বপ্নভঙ্গ ভারতের য়ুকি ভাম্বারির

খেলা

শুক্রবার ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে নিজের যাত্রা শেষ করলেন ভারতের য়ুকি ভাম্বারি। গুরুত্বপূর্ণ এই টেনিস প্রতিযোগিতার মেন্স ডাবলস বিভাগে মাইকেল ভেনাসকে সঙ্গী করেই নেমেছিলেন ভাম্বারি। তাদের প্রতিপক্ষ ছিল জো সলসবুরি এবং নীল স্কুপসকি। ৭-৬( ৭-২ ) , ৬-৭ ( ৫-৭ ) এবং ৪-৬ গেমে জয়লাভ করে ব্রিটিশ জুটি। তবে পরাজিত হলেও ভারতীয় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে অন্যন্য কৃতিত্ব অর্জন করলেন ভাম্বারি। লিয়েন্ডার পেজ , মহেশ ভূপতি ও রোহন বোপান্নার পর চতুর্থ ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলেন ভাম্বারি।

 

 

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন