সমবায় সপ্তাহ পালনে একাধিক অনুষ্ঠান করল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতি। 
সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলন করেন সম্পাদক মিনু ঘোষ। কর্মসূচিতে ছিলেন দূর্বা ব্যানার্জি, বুলবুল গুহ, গৌরী বল, শিলা পাল, ম্যানেজার বাণী ঘোষ সেন সহ অন্য কর্মচারী ও সদস্যবৃন্দ। 
সমবায়ের উপযোগিতা ও মহিলা উন্নয়নে জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতির গত ২৬ বছরের কর্মকাণ্ড সংক্ষেপে আলোচনা করেন মিনু ঘোষ। 
এর পাশাপাশি জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে সমবায় সপ্তাহকে সামনে রেখে শোভা যাত্রা ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সভাকক্ষে আলোচনা সভা হয়।
SAMABAY SAPTAHO
সমবায় সপ্তাহ পালন জলপাইগুড়ির মহিলা সমিতিতে
 জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতির উদ্যোগে সমবায় সপ্তাহ উদযাপন বৃহস্পতিবার।
                                    জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতির উদ্যোগে সমবায় সপ্তাহ উদযাপন বৃহস্পতিবার।
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0