Atishi Marlena

হাসপাতালে ভর্তি দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশী

জাতীয়

শারিরীক অবস্থার অবনতির কারণে সোমবার হাসপাতালে ভর্তি করতে হলো দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশীকে। দিল্লিতে পানীয় জলের সঙ্কট মেটানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং হরিয়ানার রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল জল সরবরাহের জন্য। সেই দাবি না মানায় ২১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন অতিশী। 

আপ সাংসদ সঞ্জয় সিংহ জানিয়েছেন, সুগার লেভেল কমে যাওয়ায় দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপের পক্ষ থেকে এক্সহ্যান্ডেলে লেখা হয়েছে যে, ‘‘গত পাঁচদিন টানা অনশন চালিয়ে যাচ্ছেন অতিশী। তার সুগার লেভেল ৩৬ এ নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কয়েকদিন আগেই ভিডিও বার্তায় কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য জানিয়েছেন তার শারিরীক অবস্থা ক্রমশ অবনতির দিকে এগিয়ে যাচ্ছে।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন