পুলস্ত্য আচার্যের পর ধর্মতলার ধর্ণা মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও একজন জুনিয়ার ডাক্তার। সোমবার অনশন চলাকালিন অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক তনয়া পাঁজা। দশ দফা দাবিকে সমানে রেখে ধর্মতলায় টানা ৯ দিন অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। ইতিমধ্যে তিনজন অনশনকারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শারিরীক অবস্থার অবনতি হওয়ার জন্য। 
আন্দোলনকারিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাকি অনশনকারিদের থেকে তনয়ার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। জানানো হয়েছে তার মাথা ঘোরার পাশাপাশি বেশ কিছু শারিরীক সমস্যা দেখা দিয়েছে। তনয়ার রক্তচাপ কমে হয়েছে ৯৮/৭০। তাঁর নাড়ির গতি ৭৮ এবং ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ় (সিবিজি) ৬৩।
চিকিৎসকদের পক্ষ জানানো হয়েছে সিবিজি ৬০-এর নীচে নেমে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। কিডনিও বিকল হয়ে যেতে পারে।
এর আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখার্জিদের।
অন্যদিকে, জুনিয়রা চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগামী ১৪ এবং ১৫ অক্টোবর বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী এআইআইএমএস-এর চিকিৎসকরা। কলকাতার বহু বেসরকারি হাসপাতালেও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্ম-বিরতির পথে যেতে চলেছে বলে জানা গিয়েছে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0