উল্লেখ্য নতুন সংসদ ভবনে সাধু সন্তদের এনে মোদী যখন হিন্দুশাস্ত্র পাঠ করে সেনগল বসায় সেই সময় গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। ধর্ম নিরপেক্ষ দেশের একজন রাষ্ট্রপ্রধান কি ভাবে একটি ধর্মকে প্রাধান্য দিতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপি সেই সময় দাবি করেছিল সেনগল ভারতের ঐতিহ্য তাই তার স্থান হওয়া উচিত সংসদে।
এদিনও সেই একই কথা শোনা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। তিনি এক্সে লিখেছেন, ইন্ডিয়া মঞ্চের দল গুলো ভারতীয় ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান করে না। বিশেষ করে তামিল সংস্কৃতিকে।
মন্তব্যসমূহ :0