SFI helpline

হেল্পলাইন নম্বর চালু করলো এসএফআই

রাজ্য

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহাযার্থে হেল্পলাইন নম্বর চালু করলো এসএফআই দার্জিলিঙ জেলা কমিটি।

এসএফআইয়ের পক্ষ থেকে যেই নম্বর গুলো দেওয়া হয়েছে তা হলো।

7679065338, 7679918840, 8918749146, 7584819639, 8597391382

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘বহু মানুষ আহত। নিহতের সংখ্যা বাড়ছে। বিপর্যস্ত মানুষ আশ্রয় খুঁজছে। আমরা আছি। সকলে মিলে মোকাবিলা করতে হবে এই বিপর্যয়ের।’’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন