kolkata Metro

বন্ধ হচ্ছে রাতের বিশেষ মেট্রো

কলকাতা

অনির্দিষ্ট কালের জন্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে (কবি সুভাষ থেকে দমদম) রাতের বিশেষ পরিষেবা আপাতত বন্ধ রাখছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০-এর যে বিশেষ ট্রেন দমদম যেত, সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

শহিদ ক্ষুদিরাম থেকে রাত ১০টা ৪০ মিনিটে এই গাড়িটি ছাড়ত।  এবার থেকে ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে, যা দমদমে পৌঁছবে রাত ১০টা ২৯-এ।  
দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ এবং ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫-এ।
গত বছর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার ফলে শেষ মেট্রোর সময় বাড়ানোর হয়। এবার সেই মেট্রো পরিষেবা বন্ধ করার মুখে। এই বিশেষ মেট্রোর ফলে বহু মানুষের যাতায়াতের সুবিধা হতো।
কি কারণে বন্ধ রাখা হচ্ছে তার কোন উত্তর পাওয়া যায়নি। ইদানিং মেট্রোয় ভীড় বেড়েছে। তার জন্য সমালোচনাও হয়েছে। কিন্তু হঠাৎ করে বিশেষ মেট্রোর বন্ধ করে দেওয়ার কি যোগ রয়েছে তা বোঝা যাচ্ছে না।

Comments :0

Login to leave a comment